সব

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 18th October 2018at 2:28 pm
107 Views

নিজস্ব প্রতিনিধিঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বিশিষ্ট সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু‘র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

মন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতে আইয়ুব বাচ্চু ছিলেন এক কিংবন্তি। জনপ্রিয় ব্যান্ড এলআরবি দল নেতা ও লিড গিটারিস্ট হিসেবে সঙ্গীত ভুবনে তার অবদান চির অম্লান হয়ে থাকবে যুগ-যুগ –-মহাকাল। আইয়ুব বাচ্চুর গাওয়া‘ রূপালি গিটার’, ‘ রাত জাগা পাখি হয়ে’, ‘ কষ্ট পেতে ভালোবাসি’, ‘এখন অনেক রাত’. ‘ এ আকাশ তারা’, ‘ফেরারি মন’, ‘ কবিতা সুখ ওড়াও’ গানগুলো তার অস্তিত্বকে জাগরূক করে রাখবে সঙ্গ পিয়াসীদেও হৃদ রাজ্যে। তার মৃত্যুতে সঙ্গীত জগতের যে ক্ষতি হয়েছে, তা পুরণ হবার নয়।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপÍ পরিবারের  সদস্যদেও প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


সর্বশেষ খবর