গাজীপুরে ৭ পূজা মন্ডপে আতিক সিকদারের নগদ অর্থ বিতরণ
মুহাম্মদ আতিকুর রহমান ঃ সনাতন ধর্মবালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। এ উপলক্ষে ১৭ অক্টোবর বুধবার মহাঅষ্টমী রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে গাজীপুর সদর উপজেলার সাত পূজা মন্ডপ পরির্দশন ও নগদ অর্থ বিতরণ করেন ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর সদর উপজেলার খুঁদে বরমীর কৃতি সন্তান মোহাম্মদ আতিকুজ্জামান আতিক সিকদারের ব্যক্তিগত তহবিল হতে তার বড় ভাই সাপ্তাহিক আদর্শবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ মোঃ আনিসুর রহমান আনিস।
পরির্দশনকালে তিনি সদর উপজেলার সাত পূজা মন্ডপের সার্বজনীন শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট ৫ হাজার টাকা করে সর্বমোট ৩৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুঁদে বরমী সার্বজনীন শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রাম প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত চন্দ্র ঘোষ। পাকুরিয়া সার্বজনীন শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ইন্দ্রজিত দাস, সাধারণ সম্পাদক শ্রী প্রণয় দাস। বাড়িয়া সার্বজনীন শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দেবব্রত দাস (লিটন), সাবেক সভাপতি শ্রী লক্ষণ চন্দ্র দাস। সারাইয়া সার্বজনীন শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গোপাল কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক শ্রী মনিন্দ্র দাস। বড়কয়ের সার্বজনীন শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী বলরাম দাস। ছোটকয়ের সার্বজনীন শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অধীর চক্রবর্তী।
ছোটকয়ের পশ্চিমপাড়া সার্বজনীন শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী জয়দেব দাস, সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ দাসসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ মনির হোসেন সরকার, মোঃ জুয়েল সরকার, মোঃ কাইয়ুম মন্ডল, মোঃ নাজমুল ইসলাম ঢালী, মোঃ আবদুল কাদির ফকির প্রমুখ।