ঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 18th October 2018at 10:36 pm
FILED AS: জেলা সংবাদ
100 Views
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের হামদহ এলাকা থেকে ইয়াবাসহ মাসুদ রানা পলাশ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত পলাশ ওই এলাকার আবেদ আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের হামদহ খন্দকার পাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে ওসি (অপারেশন) মহসীন হোসেন ও এ এস আই জুবায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৬১ পিচ ইয়াবাসহ পলাশকে আটক করে হয়।
সে দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার নামে ঝিনাইদহ সদর থানায় মাদকসহ ৭ টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।