সব

নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 19th October 2018at 3:12 pm
96 Views

আমারবাংলা ডেস্কঃ ২০১৪ সালের নির্বাচনের মতো এবারের নির্বাচনেও কোন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ই্ইউ)। নীতিমালা মেনে পর্যবেক্ষণ করা যাবে এই জানিয়ে ইইউকে চিঠি দিলে জবাবে নির্বাচনে কোন পর্যবেক্ষক পাঠাবে বলে জানায় ইইউ।

তবে, নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি জানতে দুই জন নির্বাচন বিশেষজ্ঞ পাঠাবে ইইউ।

অবশ্য পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তকে বড় করে দেখছে না কমিশন। কমিশন জানিয়েছে, আইন ও বিধি মেনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের তারা স্বাগত জানাবে। তবে, তারা পর্যবেক্ষণ করতে আসার জন্য কাউকে প্রভাবিত করবে না।

কমিশন সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ ডিসেম্বর ইইউসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও গুরুত্বপূর্ণ দেশগুলোকে একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। ওই চিঠিতে ২০১৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশনের ওই চিঠির জবাবে ইউরোপীয় এক্সর্টানাল অ্যাকশন সার্ভিস থেকে গত মাসের (সেপ্টেম্বর) ২৭ তারিখে তাদের অবস্থান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি (নোট ভার্বাল) দিয়েছে। এতে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ না আসার সিদ্ধান্ত জানালেও আমন্ত্রণের জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আগামী সংসদ নির্বাচনে কোনও পর্যবেক্ষক টিম না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে, তারা দুই সদস্যের ইলেকশন এক্সপার্ট মিশন পাঠাবে। ওই বিশেষজ্ঞরা বাংলাদেশের রাজনৈতিক দল, প্রার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন। তবে, তারা নির্বাচন পদ্ধতি নিয়ে প্রকাশ্য কোনও অভিমত দেবেন না।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন গুরুত্বের সঙ্গে দেখছে বলেও চিঠিতে উল্লেখ করে বাংলাদেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে উৎসাহিত করে।


সর্বশেষ খবর