সচেতনতাই আমূল পরিবর্তনের মূল ধারা
ফিরোজ আল মামুনঃ স্বাধীনতা পূর্ব সময়ে অনেকই এই দেশ শাসন করেছে। আমরা বাঙ্গালীরা শাসিত হয়েছি।শোষণের কষাঘাতে যখন আমাদের পিঠ দেয়ালে বাঁধা পেয়েছে ঠিক তখনই আমরা লড়াই করতে শিখেছি।বিজয় ছিনিয়ে এনেছি, তাদের কাছ থেকে যারা আমাদের শাসন করত।সমচিত জবাব দিয়ে শোষণের বেড়াজাল থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি।
ভাষা আন্দোলন,৬৯ এর গনঅভ্যুথান ও স্বাধীনতা যুদ্ধ, বিজয় হয়েছি পেয়েছি স্বাধীন
ভূখণ্ড বাংলাদেশ। স্বাধীনতা পেয়েছি লাখো শহীদের রক্তের বিনিময়ে।৪৭ বছর আগেই পরাধীনতা থেকে মুক্ত আমরা।কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন হয়নি।
শিক্ষিত হয়েছি কিন্তু সুশিক্ষা পাইনি।আইন আছে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। আইন আছে কিন্তু মানিনা।এই হল আমাদের অবস্থা।আইনের প্রয়োগ আছে কিন্তু কঠোরতা নেই।অতি সহজে কিছু মানতে চাইনা। যা বলতে চেয়েছি তা হল কিছু দিন আগে রাস্তায় দেখলাম ট্রাফিক সপ্তাহ পালন, তারপর শুরু হল ট্রাফিক মাস। মূল কাজ ছিল গাড়ীর কাগজ ঠিক আছে কি না, না থাকলে শাস্তির বিধান।পথচারীদের, যেখানে ফুট ওভার ব্রিজ আছে তা ব্যবহারে উৎসাহিত করা।
আবার দেখা গেল স্কাউটদের, তাদের কাজ ছিল ফুট ওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের সচেতন করা।জীবনের ঝুকি নিয়ে রাস্তা পারাপারে বাঁধা দেয়া।সেসময় কিছুটা হলেও ফুট ওভার ব্রিজ ব্যবহৃত হয়েছে।
কিন্তু এখন সেই দৃশ্য আর নেই। আগের মতই পথচারীরা সময়ের প্রাধান্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে। রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ জায়গা মিরপুর ১০, কাওরান বাজার, হযরত শাহজাজাল বিমান বন্দর, হাউজ বিল্ডিং,আব্দুল্লাহপুর, মিরপুর ১, শ্যামলী ও কল্যাণপুর।
যদি আমরা সাধারন জনগন নিজে নিজে সচেতন না হই, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হই তাহলে আমাদের কোন পরিবর্তন কখনই সম্ভব নয়। সরকারের একার পক্ষে সাধারন জনগণকে সচেতন করা সম্ভব নয়। আমরা সরকারের কাজের সমালচনা করি কিন্তু কখনও নিজের সমালচনা করিনা যে আমি কততুকু সচেতন নাগরিক। সরকারের আইনের প্রয়োগ আছে যদি সামান্যতম কঠোরতা থাকতো তবেই আমরা সাধারণ জনগন সচেতন হতাম।
ফিরোজ আল মামুন
সহকারী বার্তা সম্পাদক
আমারবাংলা২৪.কম.বিডি