গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)ঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার নবাগত ইউএনও মোসাঃ ইসমত আরা ২২ অক্টোবর সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
নতুন ইউএনও তাঁর দপ্তরে মুক্তিযোদ্ধাদের জন্য সকল প্রকার সেবা প্রদানে ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালু এবং মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে, অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে বিশেষ ভূমিকা নেয়ার আশ^াস দিয়েছেন।
উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলীমা রায়হানা।
বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার উপস্থিত সাংবাদিকদের পরিচিতি পর্বের পর ঐতিহ্যবাহী কাপাসিয়ার উন্নয়ন, রাজনীতি, সামাজিক ও সেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। শিক্ষার গুণগত মানবৃদ্ধি এবং সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সহ কাপাসিয়ার জনপদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ’র নেতৃত্বে সাংবাদিকদের তথ্য অধিকার, তথ্য পাওয়া এবং তা নিশ্চিত বিষয়ক আলোচনায় অংশ নেন কাপাসিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সঞ্জীব কুমার দাস, দৈনিক যুগান্তর পত্রিকার সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি এফ এম কামাল হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি নুরুল আমীন সিকদার, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমাদের অর্থনীতির প্রতিনিধি বেলায়েত হোসেন শামীম, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন কামাল, দৈনিক মানব জমিনের প্রতিনিধি মজিবুর রহমান, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আসাদুজ্জামান সাদ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আকরাম হোসেন রিপন, সাইদুল ইসলাম রনি প্রমুখ। এছাড়া প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইনে কর্মরত ২৬ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা কাপাসিয়ার প্রথম নারী কর্মকর্তা হিসাবে যে কোন ধরনের সুবিধা-অসুবিধায় স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। ফরিদপুরের স্থায়ী বাসিন্দা এবং বিসিএস ৩০ ব্যাচের নিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তা হিসাবে প্রথম গোপালগঞ্জে যোগদান করে কর্মজীবন শুরু করেন। আর ইউএনও হিসাবে প্রথম কাপাসিয়ায় কাজ শুরু করেছেন বলে বিশেষ এই দুই এলাকার কৃতি সন্তানদের নাম উল্লেখ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর আগে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও গাজীপুর জেলা প্রসাশকের কার্যালয়ে (এলএও) কর্মরত ছিলেন।
নির্ভরযোগ্য, সত্য ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য গুরুত্ব আরোপ করে সাংবাদিকদের প্রতি আহবান জানান। সংবাদ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের মাধ্যমে যে কোন সময়, যে কোন তথ্য সংগ্রহ করতে অসুবিধা হলে সহযোগিতা নেয়ার কথা বলেন। যে কোন বিষয়ে সাংবাদিকদের পরামর্শ ও ভূমিকা রাখার উদাত্ত আহবান জানান।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সুন্দর ও পরিচ্ছন্ন কাপাসিয়া উপজেলা গড়তে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় নবাগত ইউএনওকে ধন্যবাদ জানান সাংবাদিকরা।
নবাগত (ইউএনও) আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাছাড়া স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা জানেন কোথায় কি হয়। সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচী বাস্তবায়ন করা উপজেলা নির্বাহী অফিসারের প্রধান দায়িত্ব। সমাজের নানা অনিয়ম ও বিধি বহির্ভূত কর্মকান্ড সহ আইন-শৃঙ্খলার বিষয়টিও দেখভাল করতে হয়। সুষ্ঠভাবে দায়িত্ব পালনের স্বার্থে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকরা তাদের বক্তব্যে কাপাসিয়া উপজেলার বিভিন্ন সমস্যা, করণীয় ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
দেশের উন্নয়নে সাংবাদিক ও সংবাদপত্রের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। একমাত্র সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষ প্রকৃত ঘটনা জানতে পারে এবং তা সঠিক ও আমি বিশ্বাস করি। কাপাসিয়ার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করছি। অপর দিকে বিকালে কাপাসিয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে সদ্য যোগদানকৃত ইউএনও মতবিনিময় এবং মুক্তিযোদ্ধাদের ই-সেবা কেন্দ্রের মাধ্যমে ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালু করার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশীদ মোল্লা, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, আবুল হোসেন প্রমুখ।