বাস না পেয়ে ময়লার গাড়িতে করে গন্তব্যে
আমারবাংলা ডেস্কঃ সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে সীমাহীন দুর্ভোগে পড়েছে রাজধানীসহ সারাদেশের মানুষ।
রবিবার ভোর থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। সপ্তাহের প্রথম কর্মদিবসে স্বাভাবিক অবস্থায় যেখানে যাত্রীর সামলাতে হিমশিম খায় গণপরিবহনগুলো সেখানে কোনো পরিবহনই নেই। বাধ্য হয়ে যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে ছুটছে।
রাজধানীর শ্যামলী এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে চড়ে গন্তব্যে যাচ্ছেন মানুষ। তারা জানান, বিকল্প কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ময়লার গাড়িতেই গন্তব্যে যাচ্ছেন।
এভাবে নগরবাসী সীমাহীন দুর্ভোগ সঙ্গী করে গন্তব্যে ছুটছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রাস্তার ভোগান্তি। সুযোগ বুঝে রিকশা ও সিএনজি অটোরিকশা হাঁকছে কয়েক গুণ ভাড়া। অ্যাপভিত্তিক পরিবহন সেবা ‘উবার’-‘পাঠাও’ পরিমাণে কম। এগুলো পেতেও অনেক কষ্ট হচ্ছে।
এদিকে পরিবহন শ্রমিকরা শুধু ধর্মঘট ডেকেই ক্ষান্ত হয়নি, তারা বিভিন্ন স্থানে পরিবহন চলাচলে বাধাও সৃষ্টি করছে। মোটরসাইকেল ও সিএনজি থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।