সব

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও জিহাদী বই সহ গ্রেপ্তার ৮

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 29th October 2018at 7:18 am
204 Views

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাই নবাবগঞ্জে গান পাউডার ও জিহাদি বইসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে চাঁপাই নবাবগঞ্জ পুলিশ গান পাউডার ও জিহাদি বইসহ এই ৮ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গান পাউডার, ৬ টি জিহাদী বই, দুটি আল্লাহর আইন ও সৎ লোকের শাসন সংবলিত বই, দুটি ইসলামী আন্দোলন ও সংগঠন যা সরকার বিরোধী উষ্কানীমূলক বক্তব্য লিপিবদ্ধ করা বই ও ১২০ টি হ্যান্ডবিল উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ওসি (অপারেশন) জনাব মো. ইদ্রিস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বেলেপুকুর অক্ট্রয় মোড়ে আনোয়ার হোসেন মাস্টারের বাড়ির ভেতর সরকার বিরোধী গোপন বৈঠক ও বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে জীবন ও সম্পত্তির ক্ষতি সাধন ও ত্রাস ও নাসকতা সৃষ্টির লক্ষে গোপন বৈঠক করছে বেশকিছু ব্যক্তি।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার জনাব মোঃ টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম এর নির্দেশনায় তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার ওবায়দুল হক (৩৮), বালুবাগানের ওলিউল ইসলাম লিটন মাস্টার (৩৩), একই মহল্লার আশিক পারভেজ শাহীন (৩৯), মসজিদ পাড়ার মাসুদ করিম মিলন (৩৭), বালুবাগানের বেলাল হোসেন (২৯), মসজিদ পাড়ার আল আমিন আরাবিন (৩০), আলী নগর ডালিম বাড়িয়ার আব্দুল্লাহ আল বাকী (২১) ও তার ভাই আব্দুল্লাহ কাফী (২৫)।

এ অভিযানের সময় আরো বেশকিছু ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানান ওসি ইদ্রিস আলী।

তিনি আরো জানান, পলাতক ব্যক্তিদের নাম ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি ইদ্রিস।


সর্বশেষ খবর