সব

চাঁপাই নবাবগঞ্জে পলাতক আসামি হেরোইনসহ গ্রেপ্তার ২

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 29th October 2018at 7:07 am
132 Views

শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাইনবাবগঞ্জে শনিবার সকালে ১৪ মামলার পলাতক আসামী সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ২ ব্যক্তিই চাঁপাই নবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদপাড়া এলাকার মোঃ মেরাজ আলীর ছেলে শাজাহান (২৪) ও শহরের পিটিআই এলাকার আপেল (৩০)।

আপেল কে গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানান ইদ্রিস আলী।

গ্রেপ্তারকৃত আসামি  শাজাহানের নামে দ্রুত বিচার আইনেও মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২০১৬ সালের ৮ অক্টোবর, ২০১৬ সালের ৩ আগস্ট, ২০১৫ সালের ৫ মার্চ, ২০১৫ সালের ৮ জানুয়ারি, ২০১৮ সালের ৩ আগস্ট, ২৭ এপ্রিল ২০১৮, ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ৮ জানুয়ারি ২০১৬, ১৮ অক্টোবর ২০১৩, ২২ অক্টোবর ২০১১, ৮ জুলাই ২০১০, ২৭ সেপ্টেম্বর ২০১৩ মামলা দায়ের হয়। আসামি শাহজাহান দীর্ঘ দিন থেকে পলাতক ছিল বলেও জানান। 

চাঁপাই নবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, ১৪টি মামলার পলাতক আসামী শাজাহান মাদকদ্রব্য,বিস্ফোরক সহ বিভিন্ন মামলার এজাহার    অভিযোগের আসামী  তিনি আরো জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর