সব

প্রমাণ ছাড়া প্রশ্ন ফাঁসের সংবাদ প্রচার নয়: শিক্ষামন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 1st November 2018at 2:11 pm
100 Views

স্টাফ রিপোর্টারঃ চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এ বছর প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, পরীক্ষার জন্য নির্বাচন কমিশন আমাদের সময় নির্ধারণ করে দিয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই এ বছরের এসএসসি পরীক্ষার কার্যক্রম শেষ করা হবে।

প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের কোনো সংবাদ প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁসের সংবাদ প্রচার করলে জনমনে আতঙ্ক তৈরি হয়।


সর্বশেষ খবর