আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার ময়মনসিংহ সফরে আসছেন। এ সময় তিনি ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় ১৯৬টি মেগা প্রকল্প উদ্বোধন করবেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, একাডেমিক ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আধুনিক স্টেডিয়াম, অডিটোরিয়াম, বিদ্যুৎ উপকেন্দ্র, বড় বড় সেতু ও সড়ক এবং আইটি পার্ক।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, ময়মনসিংহ বিভাগের চার জেলার ১০১টি প্রকল্পের উদ্বোধন ও ৯৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরসহ মোট ১৯৬টি প্রকল্পের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ময়মনসিংহে ৩১টি, নেত্রকোনায় ১৯টি, জামালপুরে ছয়টি ও শেরপুরে ৪৫টি প্রকল্পের উদ্বোধন করা হবে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ১০টি, ময়মনসিংহ জেলায় ৩৪টি, নেত্রকোনায় ১৭টি, জামালপুরে ১৯টি ও শেরপুরে ১৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিভাগীয় শহরে সাজসাজ রব এবং উৎসবের আমেজ বিরাজ করছে। পোস্টার-ব্যানার, ফেস্টুন, তোরণে ছেয়ে গেছে শহরের রাস্তাঘাট ও দেয়াল। তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে দলীয় নেতাকর্মীসহ উন্মুখ হয়ে আছেন ময়মনসিংবাসী।
আজ বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে চার জেলার ১৯৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী নামফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। জনসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দও বক্তৃতা করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্কিট হাউস মাঠে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন।
আগতদের জন্য জনসভার মাঠে প্রয়োজনীয় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এবং পুরো নগরীর রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সার্থক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্রশাসক ইকরামূল হক টিটু।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এসব উন্নয়ন প্রকল্পকে দেখা হচ্ছে নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণ এবং ময়মনসিংহবাসীর জন্য সরকারের উপহার হিসেবে।
এর আগে ২০১৩ সালের ৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরে এসেছিলেন। চলতি বছরের ৫ এপ্রিল, ১২ এপ্রিল ও ১১ অক্টোবর তিন দফা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরসূচি স্থগিত করা হয়।