সব

শাহজালালে সোনার বারসহ তিন যাত্রী আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 2nd November 2018at 2:52 pm
112 Views

স্টাফ রিপোর্টারঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৮০ গ্রাম সোনাসহ বিদেশ ফেরত তিন যাত্রীকে আটক করা হয়েছে। সোনাগুলো তারা বেল্ট ও শরীরে লুকিয়ে এনেছিলেন।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের সোনাসহ আটক করা হয়। আটকরা হলেন, নারায়নগঞ্জের আড়াহাজার উপজেলার চৈতনকন্ডি গ্রামের শহর আলীর ছেলে রিপন মিয়া, নরসিংদী সদরের কালাই গোবিন্দাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মনির হোসেন এবং মুন্সিগঞ্জ সদরের কাজী হাবিব উল্লাহর ছেলে মাসুম বিল্লাহ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি জানান, আটক যাত্রীরা রিয়াদের একটি ফ্লাইটে শাহজালালে নামেন। আগে থেকেই খবর ছিল তিনজন যাত্রী তাদের বেল্ট ও শরীরে লুকিয়ে সোনার বার নিয়ে আসছে। সেই মোতাবেক গোয়েন্দারা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে বেল্ট ও শরীরে লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দার ডিজি আরো বলেন, তাদের তিনজনের কাছ থেকে পাঁচটি সোনার বার পাওয়া যায়। সোনার বারগুলোর ওজন ৫৮০ গ্রাম। পরে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত সোনার বারের মূল্য প্রায় ২৯ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সহিদুল ইসলাম।


সর্বশেষ খবর