মাদক,জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান- নড়াইলের ডিসি ও এসপি
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম বলেছেন,“মাদক, জঙ্গি হতে স্বাভাবিক জীবনে ফিরে আসুন।
যুব সমাজ বাঁচলে, দেশ ও জাতি রক্ষা পাবে। তাই, মাদক ব্যবসা ছেড়ে দিন, তা না হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়াবিদ অসংখ্য গুণিজন সমৃদ্ধ জেলা নড়াইল। ডিসি ও এসপি নড়াইলে যোগদান করার পর থেকে নড়াইল জেলাকে জঙ্গিবাদ, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলের লক্ষ্যে অভিযান শুরু করেছি।
ইতোমধ্যে নড়াইল জেলার সবচেয়ে দাঙ্গাকবলিত এলাকা আমাদা ও মল্লিকপুরে দু’পক্ষের মধ্যে যুগ যুগ ধরে চলে আসা অসংখ্য হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা আইনের মাধ্যমে স্থানীয় জনগণের সহায়তায় অবসান ঘটিয়েছি। এ দুটি এলাকার সাধারণ মানুষ আজ শান্তিতে বসবাস করছে। ইতোমধ্যে আমরা মাদক নির্মূল অভিযানে প্রচুর পরিমাণ মাদকদ্রব্য জব্দ করতে পেরেছি। আটক করা হয়েছে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের। আটক করা হয়েছে বিভিন্ন অপরাধীকে। এ সকল অপরাধীকে আটক করতে গিয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ জন অপরাধী নিহত হয়েছে।
এ সময় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। আমাকে জঙ্গিবাদ, মাদক ব্যবসাসহ অপরাধী নির্মূলে সহায়তা দিচ্ছেন পুলিশ অফিসারা। তিনি আরো বলেন, সদ্য সমাপ্ত হওয়া সনাতন ধর্মালম্বী সম্প্রদয়ের বড় উৎসব দূর্গা পুজা নড়াইলে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এসপি মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম), আমার বাংলা২৪কে জানান,অপরাধ ছেড়ে দিন, কাউকে ছাড় দেওয়া হবে না, সন্ত্রাস,জঙ্গিবাদ এবং মাদকের সাথে কোন আপস নয়।
নড়াইলের সকল শ্রেণি-পেশার মানুষের সহায়তায় নড়াইল থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলের মাধ্যমে নড়াইলকে অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে।