সব

জিম্বাবুয়ে শিবিরে আবারো আঘাত হানলেন তাইজুল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 3rd November 2018at 4:37 pm
FILED AS: খেলা
99 Views

স্পোটস ডেস্কঃ জিম্বাবুয়ের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান জুটি বেঁধেছিলে ক্রিজে। অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা আগেই ছিলেন আর ব্রায়ান চারির আউটের পর এসেছেন ব্রেন্ডন টেইলর। এই জুটি বড় স্কোর গড়বে এই আশাই করেছিল জিম্বাবুয়ে। কিন্তু তাইজুল সেই আশায় পানি ঠেলে দিলেন। সাজঘরে ফিরিয়ে দিলেন টেইলর। মাত্র ৬ রান করে ফিরে গেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

এটি তাইজুলের দ্বিতীয় উইকেট। এর আগে চারিকে ফিরিয়েছেন তিনি। তবে তার বলে চার-ছক্কা হাঁকানো মাসাকাদজা এখনো ক্রিজে আছেন।

জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৫৬ রান।

প্রতিশোধ নিলেন তাইজুল

ব্যাট হাতে শুরু থেকেই চার-ছক্কা পিটাচ্ছিল জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। আর স্পিনার তাইজুল ইসলামই এর শিকার হলেন বেশি। ৪ ওভারে দিয়েছেন ১৬ রান। তার খরচে ওভারটি ছিল চতুর্থটি। ১০ রান তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। পরের ওভারে এসেই প্রতিশোধটা নিয়ে নিলেন তাইজুল। পঞ্চম ওভারের চতুর্থ বলেই ওপেনিং জুটির ভাঙন ধরালেন এই স্পিনার। সাজঘরে ফেরালেন ব্রায়ান চারির। ৩১ বলে আনলাকি থার্টিনে ফিরলেন তিনি।

তবে তাইজুলের বলে চার-ছক্কা হাঁকানো হ্যামিলটন মাসাকাদজা এখনো ক্রিজে আছেন। ২৩ রান নিয়ে নতুন ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরের সাথে জুটি বেঁধেছেন।

টি-২০ স্টাইলে ব্যাট চালাচ্ছে জিম্বাবুয়ে

সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে। আর নেমেই হাতখুলে পিটাচ্ছে তারা। উদ্বোধনী জুটি হ্যামিলটন মাসাকাদজা ও ব্রায়ান চারি ইতোমধ্যেই ৩৩ রান তুলে ফেলেছেন। এর মধ্যে অধিনায়ক মাসাকাদজার সংগ্রহই বেশি। ৩২ বলে ২০ নিয়েছেন তিনি। ছক্কা দুটি আর বাউন্ডারি একটি। চারি করেছেন ১২ রান। বাউন্ডারি হাঁকিয়েছেন দুটি।

দুই তরুণের অভিষেক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হলো বাংলাদেশের দুই তরুণের। তারা হলেন মিডল-অর্ডার ব্যাটসম্যান আরিফুল হক ও বাম-হাতি স্পিনার নাজমুল ইসলাম।

বাংলাদেশের টেস্ট দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে এই দু’জন ছাড়াও যুক্ত হয়েছেন তরুণ নাজমুল হোসেন শান্ত। ২০১৭ সালের জানুয়ারিতে অভিষেকের পর এই টেস্টে খেলবেন তিনি।

এছাড়া দলে রাখা হয়েছে স্পিনার আবু জায়েদকে।

বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন কামরুল ইসলাম রাব্বি ও নুরুল হাসান। এছাড়া ইনজুরির কারণে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

ওপেনিংয়ে ইমরুল কায়েসের সাথে নামবেন লিটন দাস।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম ও আবু জায়েদ। জিম্বাবুয়ে শিবিরে আবারো আঘাত হানলেন তাইজুল

স্পোটস ডেস্কঃ জিম্বাবুয়ের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান জুটি বেঁধেছিলে ক্রিজে। অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা আগেই ছিলেন আর ব্রায়ান চারির আউটের পর এসেছেন ব্রেন্ডন টেইলর। এই জুটি বড় স্কোর গড়বে এই আশাই করেছিল জিম্বাবুয়ে। কিন্তু তাইজুল সেই আশায় পানি ঠেলে দিলেন। সাজঘরে ফিরিয়ে দিলেন টেইলর। মাত্র ৬ রান করে ফিরে গেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

এটি তাইজুলের দ্বিতীয় উইকেট। এর আগে চারিকে ফিরিয়েছেন তিনি। তবে তার বলে চার-ছক্কা হাঁকানো মাসাকাদজা এখনো ক্রিজে আছেন।

জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৫৬ রান।

প্রতিশোধ নিলেন তাইজুল

ব্যাট হাতে শুরু থেকেই চার-ছক্কা পিটাচ্ছিল জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। আর স্পিনার তাইজুল ইসলামই এর শিকার হলেন বেশি। ৪ ওভারে দিয়েছেন ১৬ রান। তার খরচে ওভারটি ছিল চতুর্থটি। ১০ রান তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। পরের ওভারে এসেই প্রতিশোধটা নিয়ে নিলেন তাইজুল। পঞ্চম ওভারের চতুর্থ বলেই ওপেনিং জুটির ভাঙন ধরালেন এই স্পিনার। সাজঘরে ফেরালেন ব্রায়ান চারির। ৩১ বলে আনলাকি থার্টিনে ফিরলেন তিনি।

তবে তাইজুলের বলে চার-ছক্কা হাঁকানো হ্যামিলটন মাসাকাদজা এখনো ক্রিজে আছেন। ২৩ রান নিয়ে নতুন ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরের সাথে জুটি বেঁধেছেন।

টি-২০ স্টাইলে ব্যাট চালাচ্ছে জিম্বাবুয়ে

সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে। আর নেমেই হাতখুলে পিটাচ্ছে তারা। উদ্বোধনী জুটি হ্যামিলটন মাসাকাদজা ও ব্রায়ান চারি ইতোমধ্যেই ৩৩ রান তুলে ফেলেছেন। এর মধ্যে অধিনায়ক মাসাকাদজার সংগ্রহই বেশি। ৩২ বলে ২০ নিয়েছেন তিনি। ছক্কা দুটি আর বাউন্ডারি একটি। চারি করেছেন ১২ রান। বাউন্ডারি হাঁকিয়েছেন দুটি।

দুই তরুণের অভিষেক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হলো বাংলাদেশের দুই তরুণের। তারা হলেন মিডল-অর্ডার ব্যাটসম্যান আরিফুল হক ও বাম-হাতি স্পিনার নাজমুল ইসলাম।

বাংলাদেশের টেস্ট দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে এই দু’জন ছাড়াও যুক্ত হয়েছেন তরুণ নাজমুল হোসেন শান্ত। ২০১৭ সালের জানুয়ারিতে অভিষেকের পর এই টেস্টে খেলবেন তিনি।

এছাড়া দলে রাখা হয়েছে স্পিনার আবু জায়েদকে।

বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন কামরুল ইসলাম রাব্বি ও নুরুল হাসান। এছাড়া ইনজুরির কারণে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

ওপেনিংয়ে ইমরুল কায়েসের সাথে নামবেন লিটন দাস।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম ও আবু জায়েদ।


সর্বশেষ খবর