সব

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 6th November 2018at 9:35 am
88 Views

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখিয়ে ভাংচুর করেছে।

শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, উপজেলার তেলিহাটি ইউনিয়নের উজিলাব গ্রামে ৫ নভেম্বর সোমবার সকাল ১০টার দিকে স্টিম ওয়্যার নামের একটি কারখানায় এই বিক্ষোভ হয়।

শ্রমিকরা বিকেলে আবার শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে কেওয়া নতুন বাজার এলাকায় অবরোধ করে।

কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর মারুফ অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ একাধিকবার সময় নিয়েও সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করেনি।

এতে শ্রমিকরা ঘর ভাড়া ও দোকানে বাকি পরিশোধ করতে না পারায় মানবেতর জীবন যাপন করছেন। এ কারণে আমরা আন্দোলনের নামতে বাধ্য হয়েছি।

বেতন বকেয়া থাকার কথা স্বীকার করেছেন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম।

তিনি বলেন, ব্যবসায় উত্থান-পতন থাকে। নানা প্রতিকূলতায়ও আমরা শ্রমিকদের বেতন সঠিক সময়েই পরিশোধ করছিলাম। কিন্তু বকেয়া পড়ায় কিছু শ্রমিক ভাংচুর চালায়। তাদের সঙ্গে কথা বলে কাজে ফিরিয়ে আনার চেষ্টা করছি।

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি জাবেদুল ইসলাম।


সর্বশেষ খবর