নর্দান ইউনিভার্সিটির উপাচার্যের আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে নয়াদিল্লি সফর
নিজস্ব প্রতিনিধিঃ একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যান নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। সম্প্রতি এসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটস ইন সাউথ এশিয়ান (এএমডিআইএসএ) এর আমন্ত্রণে এ সফর করেন তিনি। এ সফরে তিনি জাগান ইনস্টিটিউটস অব ম্যানেজমেন্ট স্টাডিজ (জেআইএমএস) পরিদর্শ্ন করেন।
ড. আনোয়ার সাউথ এশিয়ান কোয়ালিটি এস্যুরেন্স সিসটেম (এসএকিউএস) এর পিআর রিভিউ টিম এর আন্তর্জাতিক বিশেষজ্ঞ সদস্য হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা মাধ্যমের পর্যালোচনার জন্য এ সফরে আমন্ত্রিত ছিলেন। গত মাসের ২৩ থেকে ২৬ তারিখে পর্যন্ত ৪ দিনের সফর শেষে গত ২৭ অক্টোবর তিনি ঢাকায় ফেরেন।