গাজীপুরে মাদক নির্মূল অভিযানে গ্রেফতার ১৬
স্টাফ রিপোর্টার ঃ ৪ নভেম্বর রবিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক নির্মূল অভিযান চালিয়ে মাদকসহ ১৬ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানার পুলিশ পরির্দশক (অপারেশন) সানোয়ার জাহানের নেতৃত্বে রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথকভাবে মাদক নির্মূল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মাঝুখান এলাকার বাহাদুরের মেয়ে বিন্দু ওরফে সুমি (৩২), ভান্নারা এলাকার হাসমত আলীর ছেলে মোজাফফর মিয়া (৩০), শাহানাজ (৩৫), বরকত (৩০), কোরবান আলী (৩৮), তোফাজ্জল (৩৬), সোহেল(৩৪), রাজিনা আক্তার (৩০), ফুরফুরি বেগম (৩২), বিউটি বেগম (৪২), জুয়েল (৩৫), শাহীন আলম (২৫), তুহিন (২২), মহসিন (২৬), মোঃ জসিম (৩২) ও সুজিত গোস্বামীকে (৩২) মাদকসহ গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, আটককৃতদের নামে পৃথক ১১টি মামলা দায়ের হয়েছে । আটককৃতদের সোমবার গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।