সব

১০ সদস্যের উপদেষ্টা সরকারসহ খালেদার মুক্তির প্রস্তাব উত্থাপন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 7th November 2018at 3:58 pm
75 Views

স্টফ রির্পোটারঃ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ১০ সদস্যের উপদেষ্টা সরকারের প্রস্তাব দিয়েছেন ড. কামাল হোসেন। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন, বেগম খালেদা জিয়ার মুক্তির প্রস্তাব উত্থাপন করেছেন।

বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে তিনি এ প্রস্তাব দেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে ড. কামালের বৈঠক চলছে। তবে এখন পর্যন্ত কোন বিষয়ে সমঝোতায় আসতে পারেনি উভয়পক্ষ।

ড. কামাল এর লিখিত এসব প্রস্তাবের বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা তাদের বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন, সংবিধানের আলোকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সংবিধানের বাইরে আপনি এসব প্রস্তাব করছেন কেন?

তারা বলেন, একইসঙ্গে যে উপদেষ্টা পরিষদ গঠন করার কথা বলা হয়েছে, সে নির্দলীয় উপদেষ্টা পরিষদের উপদেষ্টা কারা থাকবেন এই সদস্যদের নাম বলতে পারেননি প্রস্তাবকারীরা।


সর্বশেষ খবর