সব

ঝিনাইদহ সদর থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালি ও মহড়া

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 12th November 2018at 8:37 am
101 Views

 

জাহিদুর রহমান তারিকঃ “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে সামনে রেখে আবারও ঝিনাইদহে মাদক বিরোধী র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সদর থানার আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি এমদাদুল হক শেখ এর নেতৃত্বে থানা  চত্বর থেকে মোটর সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ব্যাপারীপাড়া, আরাপপুর, কালিকাপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, বাস টার্মিনাল, বাইপাসসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র‌্যালিতে সদর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ওসি এমদাদুল হক জানান, মাদক সেবনকারী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ঝিনাইদ জেলা পুলিশ। মাদক নিয়ন্ত্রণ করতে প্রতিদিন চালানো হচ্ছে ঝটিকা অভিযান। যার অংশ হিসেবে শনিবার মোটরসাইকেল মহড়া প্রদর্শন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর