ঝিনাইদহে শিক্ষকদের আনন্দ র্যা লি ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধিঃ বে-সরকারি শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা ও বার্ষিক ৫% প্রবৃদ্ধির দাবি মেনে নেওয়ায় ঝিনাইদহে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে শিক্ষক ও কর্মচারীরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) জেলা শাখার আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি জয়ারাণী চন্দ, সাধারণ সম্পাদক ইউছুফ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, সদর উপজেলা শাখার সভাপতি মুনির হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ছাব্দুল হোসেন, কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা, তাদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।