ঝিনাইদহের প্রগতি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের প্রগতি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও সনদপত্র প্রদাণ করা হয়েছে।
রোববার দুপুরে শহরের প্রগতি প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মুহা: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, বাংলাদেশ কিন্ডার গার্টেন ফাউন্ডেশন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ, সনদপত্র বিতরণ ও সংবর্ধনা প্রদাণ করা হয়।