সব

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিমান পাকিস্তানে অবতরণ?

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 12th November 2018at 9:19 am
98 Views

আন্তর্জাতিক ডেস্কঃ গত মাসে পাকিস্তানের ইসলামাবাদের একটি বিমানবন্দরে ইসরায়েলি একটি বিমান অবতরণ করার খবর চাউর হয়েছিল। যদিও পাকিস্তান সরকার শুরু থেকে এমন অভিযোগ নাকচ করে আসছিল। কিন্তু ওই বিমানবন্দরের কর্মকর্তা ও একজন পাইলটের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানাচ্ছে, ওমান থেকে একটি ব্যক্তিগত বিমান ঠিকই ইসালামাবাদের ওই বিমানবন্দরে অবতরণ করেছে।

বিষয়টির স্পর্শকাতরতা বিবেচনায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাইলট বলেছেন, ২৪ অক্টোবর রওয়ালপিন্ডির নুর খান সামরিক বিমানঘাঁটিতে ওই বিমানটি অবতরণ করে।

বিমানঘাঁটির তিনজন কর্মকর্তা ওই পাইলটের এমন বক্তব্য নিশ্চিত করেছেন। একজন কর্মকর্তা বলেছেন, আগে থেকেই দাঁড়িয়ে থাকা গাড়িতে করে ওই বিমানের প্রতিনিধিদের নিয়ে যাওয়া হয় এবং গাড়িটি কয়েক ঘণ্টার পর ফিরে আসে।

ইসরায়েলি কর্মকর্তাদের এই ভ্রমণ নিয়ে মাতামাতির কারণ হচ্ছে ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে পাকিস্তানের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই।

ঘটনার পরদিন ইসরায়েলি পত্রিকা হারিটজ-র ইংরেজি ভার্সনের সম্পাদক অভি সচারফ ফ্লাইটের ম্যাপসহ একটি টুইট করেন। তবে ইসলামাবাদের কর্মকর্তারা এটিকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন।

অভি সচারফ টুইটে উল্লেখ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওইদিন ওমান সফর শেষে পাকিস্তানে যান।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, সেটি সংযুক্ত আরব আমিরাতের বিমান ছিল, ইসরায়েলের নয়। আমিরাতের প্রতিনিধিরা সেদিন ইসলামাবাদ ভ্রমণে এসেছিলেন। এদিকে পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বলেছেন, সরকারের উচিত দ্রুতই বিষয়টি জনগণের কাছে প্রকাশ করা।


সর্বশেষ খবর