প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কোটালীপাড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ
রনী আহাম্মেদঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ রাসেল মহাবিদ্যালয় সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন কলেজটির শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।
সোমবার কলেজ চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্ত্বরে এসে একটি সমাবেশে মিলিত হয়। সমাবেশে কলেজটির অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ, সহকারী অধ্যাপক সুব্রত হাজরা, নিহার রঞ্জন বিশ্বাস, রনদা প্রসাদ মন্ডল, প্রভাষক কুদ্দুসুর রহমান, বিরেন্দ্রনাথ হালদার, শিক্ষার্থী রথীন সরকার, দীপান্বিতা বাড়ৈ আখিঁ বক্তব্য রাখেন।
অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ বলেন, ১৯৯৫ সালে এলাকাবাসীর সহযোগিতায় আমি আমার জমি-জমা বিক্রি করে শেখ রাসেলের নামে এই কলেজটি প্রতিষ্ঠা করেছি। দীর্ঘদিন পরে হলেও আমাদের এলাকাবাসীর চাওয়া পূর্ণ হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় কলেজটি সরকারি হয়েছে। এ জন্য আমরা আমাদের মাতৃতুল্য নেত্রীকে অভিনন্দন জানাচ্ছি।