সব

চাঁপাই নবাবগঞ্জে তাজা ককটেল ও হাসিয়াসহ আটক ৬ সন্ত্রাসী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 13th November 2018at 8:29 am
111 Views

শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাই নবাবগঞ্জে    নাশকতার পরিকল্পনা কালে ৬ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ । এসময় তাদের কাছ থেকে  ৭টি তাজা ককটেল ও ৬টি ধারাল দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অফিসার জনাব মোঃ ইদ্রিশ আলী জনান সোমবার ভোর ৫:৩০ ঘটিকার সময় সদর থানার রানীহাটি ইউনিয়নের  রামচন্দ্রপুর এলাকার একটি আম বাগনে পুলিশের একটি অপারেশন দল ছদ্মবেশে অভিযান চালিয়ে এদের সকল কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের একাধিক মামলা রয়েছে।

বিস্ফোরক, হত্যা, সহ বিভিন্ন  নাশকতা মুলক কর্মকান্ডের সঙ্গে জড়িত রয়েছে এবং সকলেই    ওয়ারেন্ট ভুক্ত আসামী বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের  চুনাখালী বিশ্বাসপাড়া গ্রামের মৃত.আজাহার বিশ্বাসের ছেলে মোঃআজিজুল ইসলাম (৩৭),বহরম গুমপাড়া গ্রামের মৃত.সেকান্দার আলীর ছেলে মোঃতহুরুল ইসলাম (৫০),বহরম চুনাখালি গ্রামের মৃত.শাহাবুদ্দিনের ছেলে মো.রাজিব(২৩),বহরম হটাৎ পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মো.রাব্বানী(৩০),জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন ও ঐ এলাকার মোঃ নজরুল ইসলামের দুই ছেলে মো.রহিম (৩৮) ও মো.ইসমাইল (২৮)।

সদর থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই চিহ্নিত সন্ত্রাসী।

এদের মধ্যে রাব্বানীর নামে ৪ টি মামলার  ওয়ারেন্ট সহ মোট ১১টি মামলা, আজিজুলের নামে ১১টি মামলার  ওয়ারেন্ট সহ মোট১৩টি মামলা, তহুরুলের নামে ৮টি মামলার  ওয়ারেন্ট সহ মোট ১২ টি মামলা,রাজিবের নামে ১টি মামলার ওয়ারেন্ট এবং রহিম ও ইসমাইলের নামে ১টি করে মামলা রয়েছে।সোমবারের ঘটনায় এদের বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা হয়েছে।মামলা দায়ের শেষে সকল আসামি গনকে  আদালতে পাঠানো হয়েছে বলে জনান তদন্ত অফিসার জনাব মোঃ  ইদ্রিস আলী।


সর্বশেষ খবর