গাজীপুর ডিসি অফিস থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখার সামনে থেকে চ্যানেল নাইনের গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের মোটরসাইকেল চুরি হয়েছে।
১২ নভেম্বর সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিক গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও পুলিশ সুপার সামসুন্নাহারসহ সংশ্লিষ্টদের জানিয়েছেন ওই সাংবাদিক।
আসাদুজ্জামান জানান, তার ব্যবহৃত নীল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো-ল ২৫-৫২৬৫) ওই স্থানে তালাবদ্ধ রেখে সংবাদ সংগ্রহ করতে যান। ঘন্টা খানেক পর এসে মোটরসাইকেলটি পাননি। মোটরসাইকেলের সামনে চ্যানেল নাইনের লগোযুক্ত সাংবাদিক লেখা একটি স্টিকার লাগানো ছিল।
জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কার্যক্রম সর্বক্ষণ ক্লোজ সার্কিড (সিসি) ক্যামেরায় ধারণ ছাড়াও থাকে পুলিশ প্রহরা। এমন নিরাপত্তা ছেদ করে মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।