সব

শেখ হাসিনাকে নিয়ে লেটস টক পর্বটি স্থগিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 13th November 2018at 9:20 pm
92 Views

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত লেটস টক পর্বটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সিআরআই এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষে এর আয়োজন করেছিল গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

উল্লেখ্য, দেশ ভাবনা নিয়ে প্রথমবারের মতো তরুণদের সঙ্গে সরাসরি কথা বলতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর আগে তরুণদের জন্য ভিন্নমাত্রার আয়োজনে অতিথি হয়ে বেশ কয়েকবার কথা বলেছিলেন প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।


সর্বশেষ খবর