সব

নর্দান ইউনিভার্সিটি ও ডিকেটিই’র মধ্যে সমঝোতা চুক্তি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 14th November 2018at 8:58 am
97 Views

নিজস্ব প্রতিনিধিঃ ১১ নভেম্বভর, ২০১৮ তারিখে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ডিকেটিই সোসাইটিজ টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ইন্ডিয়া এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আলোকে নর্দান ও ডিকেটিই বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, শিক্ষক ও ছাত্রদের মানোন্নয়নে প্রশিক্ষণ, শিক্ষার্থী বিনিময়সহ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত এ সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে বিশ^বিদ্যালয় ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম, পরিচালক, আইটি সা’দ আল জাবির আব্দুল্লাহ, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী, বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. মোশাররফ এম. হোসাইন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও টেক্সটাইল বিভাগের প্রধান প্রফেসর. ড. ইঞ্জি. মোঃ হুমায়ূন কবীর, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ একরাম আলী শেখ,  সিএসই বিভাগের প্রধান মোঃ রায়হান উল মাসুদ ও ডিকেটিই সোসাইটিজ টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক প্রফেসর ড. ভি. কে. কাদোল, টেক্সটাইল বিভাগের প্রধান ও ডেপুটি ডিরেক্টর প্রফেসর ড. ইউ. জে. পাতিল,  টার্গেট এন্ড প্লেসমেন্ট অফিসার এস. বি. আকিওয়াতসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডিকেটিই সোসাইটিজ টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভারতের মহারাস্ট্র প্রদেশের কল্লাপুর জেলায় অবস্থিত একটি অটোনোমাস শিক্ষা প্রতিষ্ঠান।


সর্বশেষ খবর