আগামীকাল নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 14th November 2018at 10:37 am
FILED AS: বাংলাদেশ
100 Views
স্টাফ রির্পোটারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
এই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করা রেওয়াজ।’ তিনি জানান, আশা করা হচ্ছে রাজনৈতিক সংলাপ ও নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের জানাবেন পররাষ্ট্রমন্ত্রী।
ব্রিফিংয়ে রোহিঙ্গা ইস্যু আলোচনা করা হবে কিনা, জানতে চাইলে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘কেউ প্রশ্ন করলে আমরা উত্তর দেবো কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন নিয়ে আলোচনা করা।’
সূত্র: বাংলা ট্রিবিউন