সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার হবে ঃ স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে শনিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তনু হত্যাকাণ্ডের পর রহস্য উদঘাটনে গোয়েন্দারা কাজ করছে। তাই তদন্তের আগে কিছু বলতে চাই না। ইতোপূর্বে ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের রহস্য যেমন উদঘাটন হয়েছে, তনু হত্যারও রহস্যও উদঘাটন হবে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে।’