ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
জেলা ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।শনিবার দুপুর ১২টার থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি গাজীপুরের চাপুলিয়া গিয়ে দুপুর ১২টার দিকে বিকল হয়ে পড়ে। ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় খবর দেওয়া হয়েছে।
বেলা দুটার দিকে উদ্ধারকারী ট্রেনটি জয়দেবপুর জংশন গিয়ে পৌঁছেছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।