দিনাজপুরের বিরামপুরে ফেন্সিডিল সহ আটক-২
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ২০ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ ২ ব্যাক্তিকে আটক করেছে।
২১ নভেম্বর, বুধবার সন্ধায় উপজেলার কাটলা ইউনিয়নের ময়নার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো জেলার পার্বতীপুর উপজেলার গুলশান নগর এলাকার একরামুল ইসলাম জুয়েলের পুত্র মকিবুল ইসলাম ওরফে জিংক এবং মোজাফ্ফর নগর এলাকার মোশারফ হোসেনের পুত্র আব্দুল রশিদ।
বিরামপুর থানার এএসআই আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ঐ দুই ব্যাক্তিকে আটক করা হয়। তদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ভুমিকা জিরো টলারেন্স। মাদকের বিষয়ে কাউকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।