সব

গাজীপুরের সাংবাদিক হোসেন ইমাম আর নেই

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 22nd November 2018at 10:56 pm
86 Views

মুহাম্মদ আতিকুর রহমান ঃ গাজীপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এবং দৈনিক মাতৃছায়ার গাজীপুর প্রতিনিধি হোসেন ইমাম আর নেই।

২১ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে ঢাকার উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

হোসেন ইমামের বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি একমাত্র সন্তান নুসরাত ইমামকে রেখে গেছেন।

নিহতের শ্যালিকা সাহিদা বেগম জানান, শনিবার হোসাইন ইমাম হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকার উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ৮টার দিকে তিনি মারা যান।

বৃহস্পতিবার সকাল ১১টায় মোগরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হোসেন ইমামের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

পাঁচ ভাই ও এক বোনের মধ্যে হোসেন ইমাম ছিলেন সবার ছোট। ২০১৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা যান।

হোসেন ইমামের মৃত্যুতে গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ এনামুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ রাহিম সরকার শোক প্রকাশ করেছেন।


সর্বশেষ খবর