সব

ঝিনাইদহে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন মীরা খাতুন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 24th November 2018at 2:24 pm
110 Views

স্টাফ রিপোর্টারঃ একসঙ্গে ৪ সন্তানের বাবা-মা হলেন ঝিনাইদহের কালীগঞ্জের মীরা খাতুন ও মাহবুবুর রহমান দম্পতি।

শুক্রবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে মীরার অস্ত্রোপচার করা হয়। ৪ নবজাতকের মধ্যে ৩টি মেয়ে ও ১টি ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন মাহবুব-মীরা দম্পতির চার সন্তানই বর্তমানে সুস্থ রয়েছেন। হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ নিকুঞ্জ বিহারী গোলদার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারটি সম্পন্ন করে চার শিশুকে আলোর মুখ দেখান।

মীরার বাবা ওলিয়ার রহমান জানান, বছর দুই আগে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের তবিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান সবুজের সঙ্গে তার মেয়ে মীরা খাতুনের বিয়ে হয়। জামাই একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। গর্ভধারণের পর থেকেই মীরা খাতুন ডাক্তার নিকুঞ্জ বিহারীর তত্ত্বাবধানে ছিল। শুক্রবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে মীরা তিনটা মেয়ে ও একটি ছেলে শিশুর জন্ম দেন।

ডাক্তার নিকুঞ্জবিহারী গোলদার জানান, এক ঘণ্টার বেশি অপারেশনের মাধ্যমে চারটি শিশুকে পৃথিবীর আলোতে আনা হয়। প্রসুতি ও বাচ্চারা সবাই ভালো আছে।


সর্বশেষ খবর