খ্রিষ্টধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব
আমার ডেস্কঃ আজ রোববার পবিত্র ইস্টার সানডে। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।
বাংলাদেশসহ বিশ্বের সকল স্থানে খ্রিষ্টধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদায় ইস্টার সানডে পালন করছেন।
আজকের এই দিনকে যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করছে খ্রিষ্টধর্মাবলম্বীরা।
খ্রিষ্ট ধর্মমতে, গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মানব জাতির পরিত্রাণের জন্য যিশুখ্রিষ্ট ক্রুশবিদ্ধ হওয়ার ৩ দিন পর অর্থাৎ রোববার পুনরুত্থিত হন।
যিশুখ্রিষ্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিষ্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে তাই খ্রিষ্টধর্মাবলম্বীরা ইস্টার সানডে হিসেবে পালন করে থাকে।
তবে, ইস্টার সানডের ৪০ দিন আগে থেকে খ্রিষ্টধর্মাবলম্বীরা উপবাস, ত্যাগ স্বীকার, মাংসাহার ত্যাগ, বিশেষ প্রার্থনা এবং পূণ্যকাজের মধ্য দিয়ে প্রায়শ্চিত্তকাল পালন করেন।
বড়দিনের পর ইস্টার সানডে খ্রিষ্টধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এ উপলক্ষে সারাবিশ্বের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মাবলম্বীরাও প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত থাকেন।