গাজীপুরে গার্মেন্টসকর্মী নারী খুন, কথিত স্বামী পলাতক
স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে ভাড়া বাড়িতে গার্মেন্টসকর্মী এক নারীকে (২৫) ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে বাড়ি ভাড়া নেওয়া পুরুষ ব্যক্তি পলাতক রয়েছেন।
২৪ নভেম্বর শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত ওই নারী ও পলাতক পুরুষের নাম-পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার এসআই নাজমুল ইসলাম ও স্থানীয়রা জানান, টঙ্গীর পশ্চিম গাজীপুরা (খরতৈল) এলাকার অলি হোসেনের বাড়ির একটি কক্ষ গত ৮/১০ দিন পূর্বে পরিবার নিয়ে থাকার কথা বলে ভাড়া নেয় এক ব্যক্তি। হত্যাকান্ডের দুই দিন আগে ওই নারীকে ভাড়া বাসায় নিয়ে আসে ওই ব্যক্তি। শনিবার রাতে আশপাশের লোকজন ভাড়া ঘরের মেঝেতে ওই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে রাত পৌনে ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়।
এসআই আরো জানান, ঘটনার পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছে। নিহতের গলায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রবিবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক ওই ব্যক্তি নিহতের স্বামী না প্রেমিক, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।