সব

আইইউবিএটিতে সিভিল ফেস্টিভাল ২০১৮ অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 27th November 2018at 4:10 pm
220 Views

নিজস্ব প্রতিবেদকঃ বিপুল আনন্দ-উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সিভিল ফেস্টিভাল ২০১৮ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে তুরাগ নদীর তীরে পার্ক ও লেক সম্বলিত আইইউবিটির দৃষ্টি নন্দন ক্যাম্পাসে এই মিলনমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রব। দিন ব্যাপী কুইজ প্রতিযোগিতা ,প্রকল্প প্রজেক্ট প্রদর্শনী , গণিত অলিম্পিয়াড , ওয়ার্কশপ এবং সেমিনারের আয়োজন করা হয়।এতে বিভিন্ন কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অ্যালামনাই অংশ গ্রহণ করেন।

প্রিয় ক্যাম্পাসে সবাই একত্রিত হন প্রাণের উচ্ছ্বাসে এবং আড্ডা, গান, গল্পে উৎসব মুখর পরিবেশ মুখরিত করে তোলেন পুরো ক্যাম্পাস।সিভিল ফেস্টিভ্যাল অন্যতম আকর্ষণ ছিল দুপুরে সবার জন্য উম্মুক্ত ঐতিহ্যবাহী মেজবানি খাবারের আয়োজন।

উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, এর সভাপতিত্বে বিকালে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন মোঃ আতাহার আলী (অতিরিক্ত সচিব), এলজিআরডি ও সমবায় মন্ত্রণালযয়। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন কলজে অব ইঞ্জনিয়িারংি এর ডীন অধ্যাপক ড. মোঃ মনরিুল ইসলাম ।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং অ্যালামনাইদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সর্বশেষ খবর