২৪ ঘন্টা মনিটরিং এ থাকবে সোশ্যাল মিডিয়া
স্টাফ রিপোর্টারঃ নির্বাচন চলাকালীন ২৪ ঘন্টা সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে বলে ব্রিফিং-এ সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ বিটিআরসি ও টেলিকম সেবাদানকারী ফোন কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক শেষে একথা জানানো হয়।
বৈঠকে নির্বাচন ভবনে নেটওয়ার্ক নিরবিচ্ছিন্ন করতে কোম্পানিকে অনুরোধ করা হয়েছে। তাছাড়া যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও বলা হয়।