গাজীপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের মানবন্ধন
মুহাম্মদ আতিকুর রহমান ঃ ২৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রসাশকের কার্যালের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ২১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা শাখার সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ ইমন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আলী আজগর, মোঃ হোসেন আহমেদ, কাজী আবদুস সামাদ ও নাইমা সুলতানা প্রমুখ।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, ১৯৭৩ সনের ৩রা জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জনসভায় ভূমিহীনদের জন্য যে কর্মসূচীর ঘোষণা দিয়েছেন তাহা অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, ভূমিহীনদের জন্য অন্নবস্ত্র, আবাসন, শিক্ষা ও চিকিৎসাসহ জীবন ধারনের মৌলিক উপকরণের ব্যবস্থা করতে হবে। নদ-নদী, খাল বিল হাওর সহ সকল প্রকার খাস জলাশয়ের বাৎসরিক লীজ প্রথা বাতিল করে মৎস বিভাগের নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকার জনগনের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এই দাবিসহ অন্যান্য দাবি অবিলম্বে বাস্তবায়ন চাই।
এছাড়াও সভাপতি তার বক্তব্যে দাবীগুলো মেনে নেওয়ার জন্য জোরালো আহ্বান জানান।