সিগারেটের আগুনে পুরলো মানিক নাথ
ডেস্ক রিপোর্টঃ সিগারেটের আগুনে পুড়লো হাটহাজারীর মানিক নাথ। ঘুমে থাকা অবস্থায় সিগারেটের আগুন ঘরে ছড়িয়ে পড়লে আগুনে পুড়ে যান মানিক নাথ।
রোববার ভোর ৪টায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
মানিক মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তি নাথের সন্তান।