সব

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে গাজীপুরে র্যা লি ও সমাবেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 28th November 2018at 7:19 am
108 Views

গাজীপুর জেলা প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণতন্ত্রের মানষকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ২৬ নভেম্বর সোমবার বিকালে গাজীপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজকে দলীয় মনোনয়ন দেয়ায় এ কর্মসূচি পালিত হয়। গাজীপুর সদর উপজেলা যুবলীগের উদ্যোগে হাজার হাজার মানুষের উপস্থিতে র‌্যালিটি সদর উপজেলার মেম্বারবাড়ি বানিয়ারচালা দারুল উলুম কওমী মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে আমতলা, দরগারচালা, মেম্বারবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সদস্য মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা যুবলীগের সাবেক শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মোঃ ফিরুজ মিয়া, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ লোকমান হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, এডঃ লুৎফর রহমান শ্যামল, আওয়ামী লীগ নেতা কাজল সরকার, যুবলীগ নেতা আলীমুদ্দিন বুদ্দিন, রাজীব আকন্দ, আয়নাল হক, আঃ আলী, এরশাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় সকল কোন্দল ভুলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজকে নৌকা মার্কায় বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ খবর