কুমিল্লায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা
নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।এরমধ্যে আওয়ামীলীগের মনোনয়ন জমা দেন কুমিল্লা-১০ আসন থেকে তৃতীয় মেয়াদে নির্বাচিত বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১১ আসনের এমপি রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, কুমিল্লা-৬ আসনের আ ক ম বাহাউদ্দিন বাহার, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, নাসিমুল আলম চৌধুরী নজরুল।
মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এই নির্বাচনটি আমাদের আজ ও আগামীর মধ্যে সেতু বন্ধনের কাজ করবে। দেশ কোথায় যাবে, কোন দিকে যাবে এবং আমাদের ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কিভাবে হাটব, কতদূর হাটব সবকিছু এই নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। তিনি আরো বলেন, এ নির্বাচনটি আমাদের আগামী প্রজন্মের জন্য। এদেশের সকল শ্রেনী পেশার মানুষের ভবিষ্যত আরো সুন্দর করার জন্য এই নির্বাচন। তিনি এ নির্বাচনটি আগামী প্রজন্মের জন্য উৎসর্গ করতে চান।
পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, শিল্পপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন, জামায়াতের নেতা সাবেক ডিসি সোলায়মান চৌধুরীসহ প্রমুখ মনোনয়নপত্র জমা দিয়েছেন ।