সব

খ্যাতিমান আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 1st December 2018at 3:54 pm
100 Views

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

আজ (০১ ডিসেম্বর) শনিবার রাজধানীর পান্থপথে হোটেল ওলিও’র একটি কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। সম্প্রতি ফ্রান্স থেকে দেশে আসেন আনোয়ার হোসেন।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে পান্থপথের হোটেল ওলিও ড্রিম হেভেনের একটি কক্ষের দরজা ভেঙে আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তবে ৭০ বছর বয়সী এই আলোকচিত্রীর মৃত্যু কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

সূর্যদিঘল বাড়ি, এমিলির গোয়েন্দা বাহিনী, লালসালু ও অন্যজীবন সিনেমার চিত্রগ্রাহক আনোয়ার হোসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার।

১৯৪৮ সালের ৬ অক্টোবর পুরোন ঢাকার আগানবাব দেউড়িতে আনোয়ার হোসেনের জন্ম। দুই যুগের বেশি সময় ফ্রান্সে বসবাসকারী আনোয়ার হোসেন সে দেশের পাসপোর্ট নিলেও বছর দুই আগে দেশে ফিরে শরীয়তপুরে থাকতে শুরু করেন। একটি অনুষ্ঠানে যোগ দিতে গত ২৮ নভেম্বর ঢাকায় এসে হোটেল ওলিওতে উঠেছিলেন তিনি।

দৃকের জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান বলেন, ওই অনুষ্ঠানের জন্য সকালে দু’জন লোক আনোয়ার হোসেনের হোটেল কক্ষে গিয়ে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও তিনি দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পায়।

শেরেবাংলা থানার এএসআই তপনকুমার সরকার জানান, গত ২৮ নভেম্বর তিনি হোটেল ওলিও’র ৮০৯ নম্বর কক্ষে উঠেন।


সর্বশেষ খবর