সব

ট্রাইব্যুনালে নির্বাচন কমিশনারের বিচার হবেঃ অলি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 27th March 2016at 1:18 pm
42 Views

25ডেস্ক রিপোর্টঃ এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, ট্রাইব্যুনালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের বিচার করা হবে।

আগামীতে এ ট্রাইব্যুনাল গঠন করে সিইসিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সম্প্রতি প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাণহানির ঘটনায় সিইসি প্রধান অপরাধী বলে মন্তব্য করেন।

গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এসময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব রেদোয়ান আহমদ।

দেশে গণতন্ত্র বলতে কিছু নেই এমন মন্তব্য করে অলি আহমেদ বলেন, লাঠি-বন্দুক দিয়ে দেশ পরিচালনা করায় গণতন্ত্রের কোনো দাম নেই।

ভোটেরও কোনো দাম নেই। এখন জোর যার মুল্লুক তার। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক।

যে উদ্দেশ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সে আদর্শ আজ ভূলুন্ঠিত।

এলডিপি সভাপতি বলেন, দেশের সব জায়গায় এখন দুর্নীতি ও অরাজকতা চলছে। গরীব মানুষের জায়গা-জমি দখল হয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় ব্যাংকে ডাকাতি চলছে।দেশে এখন কোন মানুষই নিরাপদ নয়।


সর্বশেষ খবর