নির্বাচনে গুজব ঠেকানো বড় চ্যালেঞ্জ
স্টাফ রিপোর্টারঃ সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য গুজব একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘জাতীয় নির্বাচন: গুজব, সহিংসতা প্রতিরোধে সম্প্রচার মাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
এ গোল টেবিলে মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে মনিরুল ইসলাম বলেন, গুজব বা অপপ্রচার চালিয়ে জাতীয় নির্বাচনে সহিংসতা ছড়ানোর জন্য দেশি-বিদেশি বেশ কয়েকটি সংস্থা সক্রিয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও আরও বেশী দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য গুজব একটি বড় চ্যালেঞ্জ। এটি ঠেকাতে আলাদা মনিটরিং সেলসহ বিশেষ ব্যবস্থা নেয়া হবে। সেখান থেকে গণমাধ্যম তথ্য পাবে।