ফলোঅন, ইনিংস ব্যবধান জয়ে টাইগারদের পরিকল্পনামন্ত্রীর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদকঃ ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন, ইনিংস ব্যবধানে পরাজিত করে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকেঅভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী ও আইসিসি’র সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি। মাননীয় পরিকল্পনামন্ত্রী ক্রিকেট দলের সকলকে শুভেচ্ছা জানান। ভবিষ্যতে জয়ের এই ধারা ধরেরাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আজ রবিবার (২ ডিসেম্বর, ২০১৮) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচেরতৃতীয় দিনে টাইগারদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় অর্জিত হয়েছে।প্রথম ইনিংসে বাংলাদেশ গড়ে রানের পাহাড়, ৫০৮ রান। এর জবাবেসফরকারী ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১১১ রানে ইনিংস গুটিয়ে নেয়। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতেই চরম ব্যাটিং বিপর্যয় হয়েছে তাদের। তাই প্রথমইনিংসেই ৩৯৭ রানের লিড পায় স্বাগতিকরা। শুধু তাই নয়, ফলোঅনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো দলকেফলোঅনে পাঠাতে পেরেছে বাংলাদেশ।