সব

ঝিনাইদহে ককটেল ও পেট্টোল বোমাসহ ২ শিবির কর্মী আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 2nd December 2018at 10:04 pm
112 Views

স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে ককটেল ও পেট্টোল বোমাসহ ২ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার দরি গোবিন্দপুর গ্রামের দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে আব্দুল আলীম ও একই উপজেলার কালুহরপুর গ্রামের সফর আলীর ছেলে নাজমুল হোসেন।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতা পরিকল্পনার জন্য বেশ কয়েকজন জামাত-শিবির নেতাকর্মী বিষয়খালী এলাকায় অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিনো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যারা যায়। সে সময় আব্দুল আলিম ও নাজমুল ইসলাম নামে দুই জামাত শিবির কর্মীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৫ টি হাত বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।


সর্বশেষ খবর