গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে লেগুনার ৫ যাত্রী নিহত
মুহাম্মদ আতিকুর রহমান ঃ গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার ৫ যাত্রী নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।
৩ ডিসেম্বর সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের তারাশ উপজেলার গুলটাবাজার এলাকার নাজিমউদ্দিন (৬০), একই এলাকার আব্দুস সামাদ (৫৫), রাতুল (১৮)ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার লক্ষ্মীপুর এলাকার অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমান (৫৫) ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাগীর বাগদি গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে মাজেদ (৩৮)।
হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ৩ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অন্তত ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠালে সেখানে আরও দু’জনের মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মোঃ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের চিকিৎসক প্রণয়ভূষণ দাস বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহত ছয়জনকে তাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন। আর দুলাল (৪৫) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে।
এছাড়া খাইরুল (৪০), খলিল (৪০) ও নিশান আহমেদসহ (২৮) চারজনকে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।