সব

হংসবলাকায় প্রধানমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 5th December 2018at 6:23 pm
81 Views

স্টাফ রিপোর্টারঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া দ্বিতীয় ড্রিমলাইনার হংসবলাকা উদ্বোধন করার পর বিমানটি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত শনিবার রাত পৌনে বারোটায় যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে সাড়ে ১৫ ঘন্টার যাত্রা শেষে হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে অত্যাধুনিক এ বোয়িংটি।

সদ্য যুক্ত হওয়া এ ড্রিমলাইনার দিয়ে ১০ ডিসেম্বর থেকে লন্ডন, দাম্মাম এবং ব্যাংককে ফ্লাইট পরিচালনা করবে বিমান কর্তৃপক্ষ। আকাশবীণার পর বিমানের বহরে দ্বিতীয় ড্রিমলাইনার এটি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে ৪৩ হাজার ফুট উচ্চতায় ওয়াইফাই সুবিধা, সর্বাধুনিক থ্রিডি ম্যাপিংসহ শূন্যে ভেসেই এ বিমান থেকে বিবিসি, সিএনএনসহ ৯টি টেলিভিশনের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ২৫০টি সফটওয়ার দিয়ে ভূপৃষ্ঠ থেকেই নিয়ন্ত্রিত হবে এ বিমানটি।


সর্বশেষ খবর