সব

নড়াইল পুলিশ লাইনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বড় খানা খেয়ে অতিথিদের সন্তোষ প্রকাশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 6th December 2018at 7:35 am
109 Views

উজ্জ্বল রায়ঃ নড়াইল পুলিশ লাইনে সাংস্কৃতিক সন্ধ্যা ও বড় খানা অনুষ্ঠিত হয়েছে।

নড়াইল পুলিশ লাইন অডিটোরিয়ামে এ সাংস্কৃতিক সন্ধ্যা ও বড় খানা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা পুলিশের আয়োজনে ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), এর আন্তরিক প্রচেষ্টায় এ অনুষ্ঠান সম্পাদিত হয়।

এ সময় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) ইশতিয়াক আহম্মেদ, নড়াইলের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের ফোর্সবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সকল ম্যাজিস্ট্রেটবৃন্দ, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), এর সহধর্মিনী নাহিদা আক্তার চৌধুরী সুমি প্রমুখ। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন অক্লান্ত পরিশ্রম করেন। মূলত তার সঠিক দিক-নির্দেশনার ফলেই কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। আর এতে সন্তোষ প্রকাশ করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)। সন্ধ্যার পরপরই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বড় খানা অনুষ্ঠিত হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)কে নিজ হাতেই অতিথিদের খাবার দিতে দেখা যায়।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন,(পিপিএম) আমার বাংলা২৪কে বলেন, নড়াইলে কর্মরত পুলিশ ফোর্সরা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকে। যদিও নড়াইল পুলিশ লাইন মেসের খাবারের মান যথেষ্ট ভালো মানের তারপরও তারা যাতে আরও বাড়তি ভালো খাবার গ্রহণ করতে পারে এ লক্ষে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রতি মাসে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বড় খানার আয়োজন করা হয়ে থাকে। ভবিষ্যতেও এ ধরনের কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।


সর্বশেষ খবর