সব

প্রস্ততি ম্যাচেই তামিমের সেঞ্চুরি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 6th December 2018at 7:45 pm
FILED AS: খেলা
87 Views

 

স্পোসট ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল।

এশিয়া কাপের প্রথম ম্যাচেই হাতে চোট পান তামিম। সেই চোট কাটিয়ে উঠতে উঠতে আবার সাইড স্ট্রেন ইনজুরি তামিমের। এশিয়া কাপের পর ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছেন।

ব্যাট হাতে ম্যাচ খেলতে নেমেছেন প্রায় ৮০ দিন বাদে। কিন্তু ব্যাটিংয়ে একটুও মরিচা ধরেনি বাংলাদেশ ওপেনার তামিমের।

সেঞ্চুরির পরে অবশ্য বেশিক্ষণ আর ব্যাট করতে পারেননি তিনি। তবে ৭৩ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি জানান দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তিনি প্রস্তুত।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৩৩১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকেন তিনি। মধ্যে ২৭ রান করে সঙ্গী ওপেনার ইমরুল কায়েস ফিরলেও দমে যাননি তিনি। তার দারুণ ওই ইনিংস সাজিয়েছেন ১৩ চার ও চারটি ছক্কা হাকিয়ে।

তামিমের স্ট্রাইক রেট ১৪৬.৫৭। বিসিবি একাদশের ২৩ তম ওভারে ফিরে যাওয়ার আগেই সেঞ্চুরি পূর্ণ করেন ফেলেন তামিম। নিজে যখন আউট হয়ে ফিরছেন ততক্ষণে ২৩ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে বিসিবি একাদশ তুলে ফেলে ১৯৫ রান।


সর্বশেষ খবর